ছড়াক্কাঃ ১১.
ওসমান মাহমুদ..
তোমার খোঁজে ডুব দিয়েছি জোছনাবনে
আকাশ হতে রোশনি ঝরে
জোনাক সেথায় শিল্প গড়ে
আলোর খেলা গাছের আড়ে
জোছনারূপা হৃদয় কাড়ে
লাজুকলতা মিশছো কী গো এদের সনে।
ছড়াক্কা ১২.
সুবীর বসাক..
নামকরা কবিরাজ বেচি আমি দাওয়াই,
জ্বর কিবা সর্দি,
বড়দা বা বড়দি,
যেই হোক- বটিকা
খেতে দিই ঝটিকা
হাত-পা বেঁধে হলেও জোর করে খাওয়াই।
ছড়াক্কা ১৩.
হিল্লোল রায় ..
টোকাটুকি করেই নাকি পাওয়া যায় ডিগ্রী-
বই পড়াটা ছেড়ে দিয়ে,
রাজনীতির দলে গিয়ে,
সুরাপান ও ঢলাঢলি,
গলে গলে গলাগলি,
ওরে কানু কোথায় গেলি? আয় না কেন শিগ্রী !!
ছড়াক্কা ১৪.
মধুমিতা ভট্টাচার্য্য
রাত বিরেতে যাসনা মেয়ে ঘরের বাইরে ভুলে
নেকড়ে পোশাক ঘুরছে লোকে,
হায়না শেয়াল ছিঁড়বে তোকে,
দেবেনা কেউ হাত বাড়িয়ে
চিল শকুনের দল তাড়িয়ে,
থাক বসে তুই দরজা এঁটে লোহার শেকল তুলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন