বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০১৩

এসো আবৃত্তি করি




কবিতার কথা নিখাদ মধু
সকলের মন ছুঁয়ে থাক শুধু
যেন নিতে পারে পাঠক সুবাস
ছুটি দিয়ে মাথা, এই অভিলাষ
ব্যকরণ নিক ছুটি ।

আজকে কবিতা, বাকী সব ছুটি
কবি ও পাঠক হয়ে এক জুটি
করে চলি খুনসুটি ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন