মর্তে বৈকুণ্ঠ
প্রেম অকুন্ঠ
স্বর্গের আনন্দ
অমৃতের ভান্ড
মোদের কান্ড
হাঁসির ফোয়ারা
ললনার চেহারা
চায়ের কাপ
ভালবাসা অ মাপ্
মনে যত যুক্তি
সে এখানে আসে।
প্রেম অকুন্ঠ
স্বর্গের আনন্দ
দেয় চিদানন্দ
অমৃতের ভান্ড
মোদের কান্ড
হাঁসির ফোয়ারা
ললনার চেহারা
চায়ের কাপ
ভালবাসা অ মাপ্
চেতনায় ফুর্তি
মনে যত যুক্তি
টক ঝাল মিষ্টি
যে শুধু হাঁসে
সে এখানে আসে।
ত্রিভুবনজিৎ মুখার্জী
/১০.১২.২০১২/৯.৫০
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন