দেখা পেলাম তোমার
কত জনম পরে
নীল সাগরের তীরে
নীলাম্বরি শাড়ি পরে
এল চুলে
দাঁড়িয়ে ছিলে
উদাস চোখে
আমাকে দেখে
সম্বিত ফিরে পেলে
অবশেষে,
তুমি কথা বললে
হেঁসে হেঁসে
বসলে এসে
আমার পাশে
সাগর পারে
পরন্ত বিকেলে
ঢেউয়ের পরে
ঢেউ এল যেই
তাকিয়ে দেখি
নেই তুমি নেই
............সুনিপম মাইতী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন