বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

স্বপ্নের সাত নদীর…. ত্রিভুবনজিৎ মুখার্জী/ ২৬.১১.২০১২ / সকাল৯.৫২


স্বপ্নের সাত নদীর….

তোমার চোখে ঢেউ ভেঙ্গেছি

স্বপ্নের সাত নদীর,

অতল গভ্যরে ভেসেছি আমি

নেই কোন তার নজির ।

স্মৃতিটুকু থাক সেই প্রেমের

রেখেছি তাকে জতনে,

হৃদয়ে রেখেছি দুঃখ জাতনা

নেই কোন ক্ষোভ মনে ।

সব ই কি বৃথা

কেন কর ছলনা,

নিরাট সত্য এই

কেন কিছু বলনা?

ত্রিভুবনজিৎ মুখার্জী/ ২৬.১১.২০১২ / সকাল৯.৫২

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন