কবিতাগুচ্ছ - বাংলা কবিতার ই-পত্রিকা কবিতা হৃদয়ের স্পন্দন , কিছু চাওয়া পাওয়ার অভিব্যক্তি্ ,মানুষের কল্পনাকে কাগাজে তুলে ধরা নানাচিত্র । তাতে কল্পনা বাস্তব দুটর ই সম্মিশ্রন থাকে । থাকে কিছু অনুভুতি ,প্রেরনা আর অবসাদ । কবিতাগুচ্ছ সেই রকম কিছু মানুষের সন্ধানে যারা ভালবাসেন নিজের ভাষা ,মাতৃভূমি এবং বাংলার কবিদের যারা বাঙ্গলা ভাষা সমৃদ্ধ করতে আপ্রান সংগ্রাম করেছেন । ... ...
বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২
কাল তুমি আলেয়া আজ ডাক বারে বারে/ ত্রিভুবনজিৎ মুখার্জী
কাল তুমি আলেয়া আজ ডাক বারে বারে
কার ছোঁয়া লাগে মনে মন চায় বারে বারে
দেখিনি তো তারে ধরে রেখেছি তার স্মৃতি
বুঝিনি সে চলে যাবে রেখে গেছে স্মৃতি
চাঁদের কোলে যে ওই তারা ঝিকি মিকি
সেই তো আমার মনে দেয় আজ উঁকি
ফুলের গন্ধে মন মাতোওালা আজ
তবু তারে খুঁজি আমি নেই মনে লাজ
বিরহের দিন গুলি দেয় মনে ব্যাথা
তুমি কি বুঝবে মোর বেদোনার কথা।
ত্রিভুবনজিৎ মুখার্জী
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন