বুধবার, ৫ ডিসেম্বর, ২০১২

অকাল বোধন / জয়ন্তি ভট্টাচার্য্য



অকাল বোধন...........

সকালের মিঠে রোদে,দুপুরেরর আগুনে,
হাতছানি দিয়ে ডাকে গাছ থেকে ঝুলে থাকা
কাঁচামিঠে আমগুলো,মন ছিচকাঁদুনে,
দায় হয়ে ওঠে যেরে সংসারে মন রাখা !!
দোল খায় হাওয়াতে,মিটিমিটি চেয়ে থাকে,
বলে,আয় কাছে আয়,ভালবেসে চেখে দেখ,
দূরে সরে থাকিসনে,দিস নেরে যাকে তাকে,
ছাল তলে,নুন মেখে,দাঁত দিয়ে কেটে চাখ !!

জয়ন্তি  ভট্টাচার্য্য 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন