সুখের অভিঘাতে
-জে এম আজাদ
রাখতে যদি পারতাম তোমায়
মন মহুয়ায়, বুকের ধরণীতে,
কেমনেতে জোস্না ঝড়ে, ক্লান্ত গোধুলীতে ।
রাখতে যদি পারতাম তোমায়
উত্তুঙ্গ জল বুকের বন্দরে,
রাখতে যদি পারতাম তোমায়
বিমুগ্ধ মন, বিভোর আঁখি পাতে
দেখতে পেতে কেমনে এই মনমরুতে
সবুজ ফলে, সুখের অভিঘাতে ।
রাখতে যদি পারতাম তোমায়
বিমূর্ত বোধ, মনের জোসনাতে
দেখতে পেতে প্রেমের নহর বয়ে গিয়ে
কেমনে ভাসায়, সুখের কালিন্দিতে ।
-জে এম আজাদ
রাখতে যদি পারতাম তোমায়
মন মহুয়ায়, বুকের ধরণীতে,
দেখতে পেতে চাঁদের সাথে ঋষির বসবাসে
কেমনেতে জোস্না ঝড়ে, ক্লান্ত গোধুলীতে ।
রাখতে যদি পারতাম তোমায়
দেখতে পেতে বুনো বাতাস, আছড়ে পড়ে মুখে
কাঁপায় কেমন করে ।
রাখতে যদি পারতাম তোমায়
বিমুগ্ধ মন, বিভোর আঁখি পাতে
দেখতে পেতে কেমনে এই মনমরুতে
সবুজ ফলে, সুখের অভিঘাতে ।
রাখতে যদি পারতাম তোমায়
বিমূর্ত বোধ, মনের জোসনাতে
দেখতে পেতে প্রেমের নহর বয়ে গিয়ে
কেমনে ভাসায়, সুখের কালিন্দিতে ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন