অন্ধকারের উদাসী রাত কাটলো এই আশায়
ভোরের সূর্য ভাসাবে আবার আলোয় আমায়
বলছে বাতাস ভরবে প্রাণ কুহুর মিষ্টি সুরে
আজ এই প্রেমিক মন ডাকছে যেন কারে ?
মনবাগানে আজ ফুটেছে কত যে ফুল
লেগেছে হৃদয়ে আজ ভালবাসার দোল ,
হারিয়েছে আজ কত যে টুটে যাওয়া স্মৃতি
তোমার ছুঁয়ে এলো আলো সুখ প্রীতি !!
প্রদীপ আজ জ্বেলেছি মন দুয়ারে দেখো
তোমারই যে আমি একথাটি মনে রেখো --
আর বলোনা কিছু বুঝেছি প্রিয় আমি
চোখের ভাষা যে বলে দিল অনেক কিছু
এতদিনে স্বপ্ন আমার হলো যে পূর্ণ
প্রিয় ,তোমায় ছাড়া ছিলাম আমি অপূর্ণ !!
অরুণিমা চক্রবর্ত্তী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন