তীর বেঁধে যে পাখির বুকে,
কন্ঠের গান তার লোহিত-
কণিকা স্রোতে বয়ে যায়,সে
যে গানভোলা পাখি,গান ভুলে
যায়,সুর,তাল,লয় তাকে ছেড়ে
কন্ঠের গান তার লোহিত-
কণিকা স্রোতে বয়ে যায়,সে
যে গানভোলা পাখি,গান ভুলে
যায়,সুর,তাল,লয় তাকে ছেড়ে
চলে যায় ! তাই বলি,ওহে
তীরন্দাজ,লক্ষ্যভেদে হও তুমি
যতই নিপুন,যে পাখি গান
গেয়ে ঝরাতে জানে প্রেমের
ঝর্ণাধারা,তীক্ষ্ণ কাঁটায় ভরা
সাহারায় ফোটাতে জানে
বসন্তের রঙ্গিন পলাশ,তাকে
তীর হেনোনা !প্রেমের গান
দাও না গাইতে তাকে,যে
জানে বাসতে ভাল,দাওনা
বাসতে তাকে ভাল,মূর্চ্ছিত
আবেগে ! দাও গো জ্বালতে
তাকে সুরের আলো,প্রেমহীন,
নিভে যাওয়া হৃদয় প্রদীপে !
তীরন্দাজ,লক্ষ্যভেদে হও তুমি
যতই নিপুন,যে পাখি গান
গেয়ে ঝরাতে জানে প্রেমের
ঝর্ণাধারা,তীক্ষ্ণ কাঁটায় ভরা
সাহারায় ফোটাতে জানে
বসন্তের রঙ্গিন পলাশ,তাকে
তীর হেনোনা !প্রেমের গান
দাও না গাইতে তাকে,যে
জানে বাসতে ভাল,দাওনা
বাসতে তাকে ভাল,মূর্চ্ছিত
আবেগে ! দাও গো জ্বালতে
তাকে সুরের আলো,প্রেমহীন,
নিভে যাওয়া হৃদয় প্রদীপে !
জয়তি ভট্টাচার্য্য
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন