রবিবার, ১৬ ডিসেম্বর, ২০১২

শীতের জন্য / ঝর্না চ্যাটার্জী

শীতের জন্য আহা উহু
শীত আসে না ঘরে
সকালবেলায় কিচিরমিচির
কমলা রোদ্দুরে।
আয় না শীত, বস না ভাই
এখনও কেন তোর দেখা নাই
শীত হেসে কয়,'যাবো যাবো
তাড়া কিসের, কেন যে ভাবো !
গেলেই তো ফুরিয়ে যাওয়া
ভালই লাগে, এমন চাওয়া...' 




ঝর্না চ্যাটার্জী 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন