বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১২

নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ? ত্রিভুবনজিৎ মুখার্জী।

নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ?

নিঝুম নিশুতি রাতে কে তুমি এলে ?


আগে তো দেখিনি তোমারে, নিশিথে যে এলে !


উদাস নয়েনে দেখি তোমারি পানে 


সত্যি কি তুমি এলে , কেউ যদি জানে !


অবাক হয়েছি শুধু মুখে নেই ভাষা 


বিস্ময়ে চাই তোমারে চোখ দুটো খাসা


হেরিলে মন আমার এ নিশুতি রাতে


অপোলোক নয়নে দেখি, চাই যে তোমাকে পেতে।


একি স্বপ্ন না বাস্তব চাইনা জানতে

তবুও চাই জেন আমি তোমাকে পেতে। 



ত্রিভুবনজিৎ মুখার্জী। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন