চল চল
ভেসে যাওয়া খড়কুটো যত কিছু আগলে ছিলাম এতকাল
সব চল গঙ্গাবক্ষে আমারই সে অস্থিভান্ড সাথে
শুধু প্রয়োজন নেই ভাসার প্রচেষ্টার
আমি আজ অগ্নি-বায়ু-জল পরাভূত রবনাতো আর ।
যত ছিল দাগচিহ্ন শরীরে মননে
শ্যাওলা প্রলেপ মাখা সিঁড়ি ক’টা গুনে গুনে নেমে
আমার আমিত্ব হয়ে গেছে বিসর্জন
সব সেরে ফিরে গেছে সেই যারা ছিল প্রিয়জন।
কিছু ছাই আকাশে বাতাসে আমি হয়ে
হয়ত বা কিছু কোনও গভীরে তলিয়ে
অচেনা সে বন্ধু মাছ, ভাবে...ভেবে ছুঁয়ে দেখে অবাক বিস্ময়ে
অথবা নরম পলিমাটি রূপ ধরে
নিশ্চিন্তে শোব আমি নদীমাটি ‘পরে
জলজ উদ্ভিদ সব জড়াবে আমায় স্নেহে
শিকড়বাকরে।
আবার?
আবার জড়াতে চাওয়া!
আবার, আবার প্রাণসুখ !
হয়ত বা তাই
হয়ত বা না থেকেও, থেকে যাওয়া কোনও এক ঠাই খুঁজে পেয়ে
মরণের পরও জীবন
বড় উন্মুখ ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন