আবারও প্রলাপ ----
(১)
আমার যখন সদ্য কিশোরী বেলা
সিনেমা আর যতেক পপর্কন
জড়িয়ে ধরি ইচ্ছে মতো আলো
মনের মধ্যে রঙিন স্বপন আঁকা
আমি তখন মেলছি সবে পাখা !
(২)
দুহাত দিয়ে মোম জোছনা ছুঁয়ে
যৌবন কাল পাড়ি দিতে ব্যস্ত
নিভাঁজ চিঠির বুকে
মনের তখন সবুজ পরিণয় ।
(৩)
আভুমি কুর্নিশ কবিতায় কবিতায়
রঙিন স্বপ্ন ছুঁয়ে
ভরে যায় মন
ইথার তরঙ্গ জুড়ে
অদেখা ভালবাসার টান !
(৪)
পড়ন্ত বেলায়
ঝিম ধরা আলো
মনের কোণেতে
মরচে ধরেছে স্বপনে ।
(৫)
অতলান্ত খাদে দাঁড়িয়ে
সম্পর্কের হিমশীতলতা
আত্মতৃপ্তির আশা নেই কোনো
(৬)
হলুদ হতে থাকা সম্পর্কে ভরে যাচ্ছে
মনের খাতা ,
ছড়িয়ে পড়ছে আশা !
(৭)
বদ্ধ জীবন
হালে পানি পেতে চায়
হাত বাড়ালেই
অন্ধকার জড়িয়ে ধরে !
(৮)
চুলে আমার ধরেছে অনেক পাক
মনে তবুও কিশোর কালীন টান
নদীতে আর নেই তো প্রবল ঢেউ
অজস্র তার আছে কেবল বাঁক ! ----- অর্পিতা দাসগুপ্ত —
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন