মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১২

আঁধার রাতের তারা দেখে বড্ড একা লাগে/ ত্রিভুবনজিৎ মুখার্জী /

আঁধার রাতের তারা দেখে বড্ড একা লাগে  

মনের কথা মনেই রাখি অনেক কাজে লাগে

পূর্নিমার চাঁদ দেখে মনটা যে ভরে যায়

যত দেখি নতুন লাগে মন যে তারে চায় 

স্নিগ্ধ শিতল হিমেল হাওয়া প্রানটা জুডিয়ে যায়

নিস্পাপ শিশু র হাঁসি দেখে মনটা ভরে যায়



আকাশ ভরা তারা দেখে মাথা গুলিয়ে যায়



ভোরের সুর্য্যর সোনালি রং মন ভরিয়ে দেয়



ঢেউগুলো সব আছঢে পঢে দেখতে অবাক লাগে



হৃদয় থেকে লেখ ভাই বড্ড ভালো লাগে। 





            
ত্রিভুবনজিৎ মুখার্জী /১০.১২.২০১২/৯.৫০

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন