সোমবার, ২৩ ডিসেম্বর, ২০১৩

ধূপকাঠি .....***দোলনচাঁপা ধর *****


"নিন না দিদি চার প্যাকেট দশ টাকা" 
সব জানি খুলে দেখব সব ফাঁকা 
ফালতু যাবে দশটা টাকা। 
নাছোড়বান্দা লোক,ধূপের প্যাকেট গছাবেই 
ডাক্তারের জন্য বসে আছি,আক্কেল নেই? 
দেখো ঠায় দাঁড়িয়ে সেই।
ক্রমাগত মাথা নাড়ি,ভুলি না ওর হাসিতে
"ছেলের জ্বর,এখন না,ধূপ আছে বাড়িতে"
ওর,কথা যায় না কানেতে।
"নিন না দিদি"এই কটি ছাড়া আর কথা তার
অস্পষ্ট সবই,বোধগম্য হয় না আমার
ধূপ নিতে সাধে বারবার।
অতয়েব বাধ্য হই কড়া ব্যবহার
"দেখছেন না বাচ্ছা অসুস্থ,বোধ নেই আপনার?"
মুহূর্তে মুখ অন্ধকার।
ডান পা আগিয়ে দেখায় দগদগে ঘা
বিষিয়ে রয়েছে গোটা পায়ের পাতা
আমার আর সরে না কথা।
একশ টাকার নোট একখানা বাড়িয়ে ধরি
"ধূপ লাগবে না,ডাক্তার দেখাও তাড়াতাড়ি
আগে দেখাও নি এত বাড়াবাড়ি।"
চল্লিশটি প্যাকেট বার করে গুণে গুণে
"মাল বেচে টাকা নিই সাহায্য চাই নে
ভাল ধূপ নিন ধরবে মনে।"

বুধবার, ১৩ নভেম্বর, ২০১৩

চক্ষু চড়কগাছে ! দেবাশিষ লাহা ।


চক্ষু চড়কগাছে ! 

হঠাৎ সেদিন একটা মেয়ে
বোধ বুদ্ধির মাথা খেয়ে
অলীক মেঘের ছদ্মবেশে
হাওয়ার মত ছুটে এসে
উঠোন জুড়ে তুললো ঝড়
বললো আমার বউ হবে
আমি হবো ওর বর !

"এখন থেকে তুমি আমার
আমার ভিটে, খেত খামার
বাকি সবাই ফালতু চামার
ওদের ব্লক করো !
এখন থেকে আমার জন্য
বাঁচো কিম্বা মরো ! "

চক্ষু আমার চড়কগাছ !
আমি মানুষ, নাকি মাছ !
কিলো দরে নিচ্ছো কিনে !
আমার অনুমতি বিনে !

মেয়ে নয় তুই কাকাতুয়া !
ঠোঁট দিয়ে খুঁড়িস কুয়া !
সব কিছুই তোর তো ভুয়া !
শোন লক্ষ্মী ছাড়ি !
আমি কি তোর বিড়াল ছানা?
নতুন পিচকারি !

বলি এসব হচ্ছে টা কি ?
পাগলি তোর ইচ্ছেটা কি?
নিজের দিকে দেখ !
বুকের ভেতর চুপিচুপি
কাঁদছে হৃদয় এক !

ছবি দেখে ভালবাসা !
একি প্রেম সর্বনাশা!
আমায় কি তুই চিনিস ?
আমিও কি জানি বল
তুই বা কি জিনিষ ?

কবিতা সুজন ভট্টাচার্য




কবিতা

উড়ছিল চুল বৃন্তে তোমার
কুয়াশা- ভাসানো যামিনী
রাস্তার মোড়ে টুকিটাকি ভিড়ে 
তবুও সেদিন থামি নি ।

কালবোশেখীর হাতছানি ছিল
বুকের রক্তে নিকোনো
হাল ফ্যাশানের বুলবুলি যত
মদির স্বপ্নে বিকোনো ।

হাত ছেড়ে দিলে রাস্তা অসীম
মিছিল স্লোগানে স্লোগান
দরজায় ভাঙে রোদ্দুর কারা
জীবনে বাড়তি যোগান ।

চিনল নিশান হাতের ঠিকানা
ফুটপাথে হাঁটা কাব্য
টালমাটালের ময়দান চিনে
জীবন - দরিয়া নাব্য ।

তারপরে শেষ পথের কবিতা
পায়ের শিকড়ে ক্লান্তি
উঠোন- সাঁতার ভাতঘুমে ডাকে
চিরকেলে চেনা শান্তি ।

এইখানে শেষ, টেনে দিলে দাঁড়ি
কবিতার ধোঁয়া ধুনুচি
তবু যেন কারা গান গায় মাঠে
কানেকানে তাও শুনছি ।

ঘুম পেয়ে গেলে নাহয় ঘুমোবো
থাক জেগে শুধু কবিতা
জানলার কাচে শব্দ -আখরে
নিমেষ প্রাণের সবিতা ।

......... সুজন ভট্টাচার্য

শনিবার, ৯ নভেম্বর, ২০১৩

মোহিনী, বন্ধু আমার /সুরজিত

মোহিনী, বন্ধু আমার

প্রত্যাশার রঙীন চাঁদরে মুড়িয়েছি,
আমার স্বপ্ন-সাধ, তোমাতেই করব সমর্পণ।
ওগো মোহিনী, বন্ধু আমার, 
ঢের বেশী চায় যে, এই জীবন-মন।
বৃন্দাবনী গানে-হাসি-কলতানে,
প্রস্ফুটিত হও রাধার মত, আমি হবো শ্যাম।

কখনও মধুর বোলে, কখনওবা তামাশাচ্ছলে,
প্রগাঢ় মোহাচ্ছন্নতায়, বেসেছি তোমারেই ভাল
কালান্তরে, যুগ-যুগান্তরে। স্মৃতির গহনতলে,
করে অবগাহন, জাতিস্মরতার মহিমায়,
বুঝে নাও অনুভবে, তুমিই শিরি, লায়লা, রজকিনী
ভিন্নতর পারিপ্বার্শ্বিকতায়, সময়ের ভিন্নতায়।
বৃন্দাবনী গানে-হাসি-কলতানে,
প্রস্ফুটিত হও রাধার মত, আমি হবো শ্যাম।


ওগো মোহিনী, বন্ধু আমার, এসো জীবনের
স্পন্দনে হই স্পন্দিত, একীভূত নেশায়,
গভীর ভালবাসায়। এসো জোছনার স্নিগ্ধতায়,
স্বপ্ন-সাধের মখমলে, নতুন সত্তায় হই আবিস্কৃত।

~~~~~~সুরজিত~~~~~~
স্থানঃআখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া,বাংলাদেশ।
তারিখঃ০৯/১১/২০১৩খ্রিঃ,সময়ঃসকাল১১।০০টা।

বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০১৩

দোলনচাঁপা ধর / উপলব্ধি /


দোলনচাঁপা ধর 
উপলব্ধি
======
ট্রেনটা সাত ঘণ্টা দেরিতে চলছিল,তবে
এবার দায়ী স্বয়ং প্রকৃতি, পিলিন
ভেতরে হাঁসফাঁস কাণ্ড ,জল নেই,শৌচাগার
নরককুণ্ড,তবু সেই আড়ালটুকুই যা সম্বল।
হাসিখুশি সহযাত্রীরা সব বদলে গেছে,
পরিস্থিতি বড় দায়, ঝগড়া,কথা কাটাকাটি।
যাত্রার শুরুতে যে ছেলেটি মুগ্ধ হয়েছিল
তার সমবয়সী সহযাত্রিণীর নিভৃত চাহনিতে
সে এখন খুঁজে চলেছে এক বোতল জল।
বয়স্ক যাত্রীদের আক্ষেপ,"এমন জানলে কি..."
পাশের বগি থেকে ভেসে আসে"হিচিক পিচিক"
সত্য সেলুকাস,আর তখনি দেখলাম তাকে
জানালার বাইরে আমারই জন্য যেন দাঁড়িয়ে।
আগেও তো কতবার দেখেছি,এভাবে নয়,
কত তুচ্ছ করেছি,অথবা সেটুকুও করিনি
আজ এই দুর্বিপাকে সে যেন আমার কত চেনা,
সবুজ গালিচায় মুক্তো হয়ে ফুটে আছে সে ,
আমার চেতনায় যে এই মুহূর্তে হল অপরূপ।
কতদিনের পুরনো এক প্রশ্নের জবাব পেলাম,
কেন পান্না সবুজ হয় আমার চেতনায়,আর
আজ মুক্তো হল ওই সাদা তেলাকুচো ফুল।

শুক্রবার, ১ নভেম্বর, ২০১৩

মান্না দে – পথ চলা

মান্না দে  – পথ চলা

পিতৃদত্ত নাম - প্রবোধ চন্দ্র দে

জন্ম  ১লা মে ১৯২০ কলকাতায়

১৯৩৭  মঞ্চে প্রথম সঙ্গীত পরিবেশন। স্কটিশ চার্চ কলেজে
           বার্ষিক সাংস্কৃতিক প্রতি যোগিতায় । আধুনিক গান ছাড়া সব বিভাগে
           প্রথ স্থান দখল । হাতে কলমে সঙ্গীত চর্চা শুরু কাকা কৃষ্ণ চন্দ্র দের কাছে ।

১৯৩৯ ওস্তাদ দবীর খাএর কাছে সঙ্গীত শিক্ষা শুরু ।

১৯৪০ সুরকার হিসাবে প্রথম আত্ম প্রকাশ । সুপ্রীতি ঘোষের কন্ঠে
        তাঁর সুরারোপিত প্রথম গানের রেকর্ড ।

১৯৪২ কৃষ্ণ চব্দ্র দের সহকারী সঙ্গীত পরিচালক রূপে হিন্দি চিত্র জগতে প্রবেশ ।

১৯৪৩ সুরাইয়ার সঙ্গে দ্বৈত কন্ঠে প্রথম প্লে ব্যাক তমান্না’ ছায়াছবিতে ।

১৯৫৩ (১৮ ডিসেম্বর শ্রীমতী সুলোচনা কুমারনএর সঙ্গে বিবাহ

১৯৫৬ (১৯ অক্টবরজ্যেষ্ঠ কন্যা সুরমার জন্ম

১৯৫৮ (২০ জুনকনিষ্ঠ কন্যা সুস্মিতার জন্ম

১৯৭১ পদ্মশ্রী সম্মানে ভূষিত

১৯৮৫ মধ্য প্রদেশ সরকার কর্তৃক লতা মঙ্গেশকর পুরস্কারএ সম্মানিত

১৯৮৮ রেনেসাঁ সাংস্কৃতিক পরিষদ’ ঢাকা প্রদত্ত মাইকেল সাহিত্য পুরস্কারএ সম্মানিত ।

২০০৩  পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত আলাউদ্দীন খান’ পুরস্কার 

২০০৪  রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় প্রদত্ত সান্মানিক ডিলিট উপাধি

২০০৫ পদ্মভূষণ সম্মান

২০০৭         দাদাসাহেব ফালকে সম্মান

২০০৮  সান্মানিক ডিলিট উপাধি যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রদত্ত

২০১১  পশ্চিমবঙ্গ সরকার প্রদত্ত বঙ্গ বিভূষণ সম্মান

২০১১ ফিলম ফেয়ার প্রদত্ত সারা জীবনের স্বীকৃতি’ সম্মান ।

২০১২ (১৮ই জানুয়ারিস্ত্রী সুলোচনার মৃত্যু

আমি যে গান গেয়েছিলেম ...

বাংলা  -  ১২৬২টি গান ছায়া ছবিতে ৬১১গ্রামফোন রেকর্ড ৩৫৬টি
                রবীন্দ্র সঙ্গীত ৪৬দ্বিজেন্দ্র গীতি ৮৪,শ্যামা সঙ্গীত ২৩
                আকাশবাণীর স্টুদিও রেকর্ড ২৩অপ্রকাশিত ছায়াহবির গান ১০৩টিভি 

সিরিয়াল ৩অন্যান্য গান ৩৩

অন্যন্য ভারতীয় ভাষায় ছায়াছবির গান 

ভোজপুরি  ৩৫মগধি  ২মৈথিলী  ১

পাঞ্জাবী  ছায়াছবি ১৩অন্যান্য 

অসমিয়া  ছায়াছবি ২অন্যান্য 

ওড়িয়া  ৭কোঙ্কনি সিন্ধি ১

গুজরাটি  ৮৫মারাঠী ছায়াছবি  ৫৫,অন্যান্য  ১৫

কানাড়া  ৫

নেপালি  ১

এবং হরিবংশ রাই বচ্চনএর কাব্যগীতি সংকলন মধুশালা





        

রবিবার, ১৩ অক্টোবর, ২০১৩

মখছুছ চৌধুরী *****এলোমেলো*****




*****এলোমেলো*****
-----------------------------

মেঘ যদি না ভাসে গো আর,
নীলাভ আকাশ জুড়ে । 
দীপ্তিটা ঐ আলোকধারার,
বুঝবো কেমন করে ?

দিন শেষে নীল গগন আবার,
না হয় আধার কালো ।
কাটলে নিশি প্রত্যূষে আর,
টের কি পাবো আলো ?

তপ্ত রবির দাহন শেষে,
শীতল বারির ধারা,
না ঝরে তো বুঝবো কিসে,
তাপ কি শৈত্য কারা ?

মিলন শেষে না পায় যদি,
সব হারানোর ব্যাথা ।
বুঝবো কি হায় নিরবদি,
প্রেম বিরহ কি তা ?

দুঃখের পরে সূখটা তেমন,
পরম্পরায় আসে ।
মেঘ কেটে ঐ চাঁদটা যেমন,
রাতের বুকে হাসে ।

মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৩

বরনারী মোহে / কাজী আতীক। (নিউ ইয়র্ক ২৩ সেপ্টেম্বর ২০১৩)


বরনারী মোহে / 
কাজী আতীক। 

আমাকে আবিষ্ট করো না য্যানো 
বরনারী মোহে 

যদি চাও
পরিপূর্ণ তৃপ্তির মোড়কে দেবো সান্নিধ্য উপহার
নির্ভয় নিভৃতি দেবো অসঙ্কোচ প্রকাশের
অনন্য অনুভবে পাবে শোভন সময় যেমন
তোমার স্বপ্ন যাপন হবে বিষদ কলেবরের

আমাকে প্রলুব্ধ করোনা তুমি।

নিজেকেও বিস্তারে করোনা বিবৃত
ফুল যদি বৃন্ত থেকে আলগা করে দেখো
কেবলই পাপড়ির সমাহার
বিবৃতি আঙ্গিকে যেমন কবিতার বিন্যাস
তুমি শুধু বিন্যস্ত হও বিমূর্ত অবয়বে কবিতায়।

বিস্ময় আবেশে থাকিয়ে থেকোনা য্যানো

যদি বলো
তোমার মুগ্ধ চকোরী চোখে জোছনা সাজিয়ে দেবো
ঝলক প্রভার মতো চকিত বিস্ময়ে
অভিভূত আত্মাকেও নিশ্চিত বিশ্বাস দেবো বুঝিয়ে।

তারপরও-
যদি নিষেধ অমান্য করে সবিস্তারে বিন্যস্ত হতে চাও
অবিন্যস্তই রেখো তোমার যা কিছু উদ্যত অহংকার
খোলাচুলে ঢেকে রেখো গ্রীবার সৌকর্য
আর আঁচলের আড়ালেই রেখো যাকিছু লোভনীয়।

কেবল উদ্ভ্রান্ত করোনা আমাকে।

বিভ্রান্তি আমাকে য্যানো ছোঁতে না পারে।
আত্মার আর্তিকে আমি বিষদ বুঝিয়ে দেবো অবশেষ প্রেমে।
আমাকে কেবল তুমি এতোটুকু দাও অবসর সামর্থ্য জানার
অতঃপর যাকিছু শূন্যতা তোমার পূর্ণ করে নিও।

অত;পর সবপ্রাণ একসাথে জড়ো হবে শেষ হলে প্রাণের সংহার।
ভেবোনা, আমি নিশ্চিত তোমাকে খুঁজে নেবো তখোনও আবার।

(নিউ ইয়র্ক ২৩ সেপ্টেম্বর ২০১৩)

সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৩

ঝর্ণা / - সত্যেন্দ্রনাথ দত্ত


ঝর্ণা / - সত্যেন্দ্রনাথ দত্ত

ঝর্ণা! ঝর্ণা! সুন্দরী ঝর্ণা! 
তরলিত চন্দ্রিকা! চন্দন-বর্ণা! 
অঞ্চল সিঞ্চিত গৈরিকে স্বর্ণে, 
গিরি-মল্লিকা দোলে কুন্তলে কর্ণে,
তনু ভরি' যৌবন, তাপসী অপর্ণা!
ঝর্ণা!

পাষাণের স্নেহধারা! তুষারের বিন্দু!
ডাকে তোরে চিত-লোল উতরোল সিন্ধু|
মেঘ হানে জুঁইফুলী বৃষ্টি ও-অঙ্গে,
চুমা-চুমকীর হারে চাঁদ ঘেরে রঙ্গে,
ধূলা-ভরা দ্যায় ধরা তোর লাগি ধর্ণা!
ঝর্ণা!

এস তৃষার দেশে এস কলহাস্যে -
গিরি-দরী-বিহীরিনী হরিনীর লাস্যে,
ধূসরের ঊষরের কর তুমি অন্ত,
শ্যামলিয়া ও পরশে কর গো শ্রীমন্ত;
ভরা ঘট এস নিয়ে ভরসায় ভর্ণা;
ঝর্ণা!

শৈলের পৈঠৈয় এস তনুগত্রী!
পাহাড়ে বুক-চেরা এস প্রেমদাত্রী!
পান্নার অঞ্জলি দিতে দিতে আয় গো,
হরিচরণ-চ্যুতা গঙ্গার প্রায় গো,
স্বর্গের সুধা আনো মর্ত্যে সুপর্ণা!
ঝর্ণা!

মঞ্জুল ও-হাসির বেলোয়ারি আওয়াজে
ওলো চঞ্চলা ! তোর পথ হল ছাওয়া যে!
মোতিয়া মোতির কুঁড়ি মূরছে ও-অলকে;
মেখলায়, মরি মরি, রামধনু ঝলকে
তুমি স্বপ্নের সখী বিদ্যুত্পর্ণা
ঝর্ণা!

শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০১৩

নিরুত্তর *********সুরজিত দত্ত



নিরুত্তর

সৌন্দর্যপিয়াসী মন, চেয়েছে আজীবন,
অনিন্দ্যসৌন্দর্য, সুন্দরের শুচি-স্নিগ্ধ প্রকাশন।
তবু কেন আজ, নিন্দিত রূপেই মজে মন?
রূপেই কেন আজ, জীবন-যৌবনের এমনতর উল্লম্ফন?

হারিয়েছে কি দিশা মন, নিন্দিত রূপে?
হয় কি এমন, কালে কালে যুগে যুগে?
সংস্কৃত মন হলো কি পরাভূত,
অদ্ভূত ইন্দ্রিয়তাড়নায়? রূপচ্ছটায়?
আত্মজিজ্ঞাসার মেলেনা উত্তর, মন যে নিরুত্তর।

~~~~~~সুরজিত দত্ত~~~~~~

একটি চিঠি'র অপেক্ষায় ______________ _______মেঘলা জান্নাত৴৴৴


একটি চিঠি'র অপেক্ষায়
______________
_______মেঘলা জান্নাত৴৴৴

একটি চিঠি লিখে দাও.....
আমার মনের ঠিকানায়
পৌঁছে যাবে চিঠিটি.....
আমার জমানো ভাবনায় ।

কেও পারবেনা স্পর্শ করতে..
দেবনা চিঠিটা কাওকে পড়তে
পুড়তে দেবনা,ভিজতে দেবনা
দেবনা কখনো ছিড়তে....

স্বযত্নে আগলে রেখে দেবো
যেখানেই থাকি যতো দূরে যাবো
নিশ্চিন্তে একটা চিঠি লিখে দাও তুমি
আছি যে সেই অপেক্ষায়ই আমি.....


২২শে সেপ্টেম্বর ২০১৩ 

মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৩

এক আকাশ বৃষ্টিই আমায় দাও/ কাজী আতীক। (নিউ ইয়র্ক ১৮, সেপ্টেম্বর ২০১৩)




এক আকাশ বৃষ্টিই আমায় দাও/
কাজী আতীক।

এক আকাশ বৃষ্টি আমায় দাও।
আমার আকাশ মেঘ শূন্য যে, 
বাদলা দিনের মেঘলা আদর
বৃষ্টি মেখে সুখ পাবো যে
অনুভবে পাবো ফিরে
প্রথম প্রণয়
বৃষ্টি ভেজা কিশোর সময়।

তোমার ছয় ঋতুতে বাস
আমার কেবল চারটি আছে
বর্ষা আমার নেই
অদল বদল চাও যদি
তোমার মহাসাগর নেই জানি
আমার আছে দুটি একটি তুমি নাও
বিনিময়ে? কেবল বর্ষা আমার দাও।

যদি একটিই মাত্র বর্ষা তোমার, তাই
দিতে যদি না চাও
নাহয় কেবল
এক আকাশ বৃষ্টিই আমায় দাও।

(নিউ ইয়র্ক ১৮, সেপ্টেম্বর ২০১৩)

বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৩

সুখের অসুখ / ~সুরজিত দত্ত~



সুখের অসুখ

নেশাতুর মন, দারুণ উন্মাদনায়,
জীবন পেয়ালায় চুমুকে চুমুকে,
তোমাকেই করে যাচ্ছে পান।
নিমজ্জিত আমি, তোমার সমগ্রতায়,
তবু, বাড়েই উন্মত্ততা, কাটেনা নেশা,
অবোধ্য ভীষণ, এ কেমন ভালবাসা,
কেমন আমার মন?
তোমার প্রেমের বিভোলতায়,
জীবন্ময় ভালবাসায়,
যেন জীবন্মৃতই আমি এখন।

সম্পৃক্ততায় বিভোলতায় মজি,
আর একাকীত্বে মরণ, ভাবে মধ্যনিশিতে,
একাকী মন, তবে কি অস্থিরতাই জীবন?
ভালবাসা তুমি ,আবছা আলোয় অস্পষ্ট দেখা
ছায়ামূর্তি যেন, কাটেনা দ্বন্দ্ব চেনা-অচেনার।
আমিই যেন অচেনা আমার।

সুখের নেশায়, তবে কি,
অসুখের সাথেই করেছি মিতালী?
ভাবনার দ্বৈরথে, ক্ষত-বিক্ষত মন,
তোমার প্রেমের বিভোলতায়,
জীবন্ময় ভালবাসায়,
যেন জীবন্মৃতই আমি এখন।

~~~~~~সুরজিত দত্ত~~~~~~
স্থানঃআখাউড়া,ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ।
তারিখঃ১১/০৯/২০১৩খ্রিঃ,সময়ঃরাত৮।৫০টা।

শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০১৩

সুস্মিতা // সুদীপ্তা চ্যাটার্জ্জী

সুস্মিতা // সুদীপ্তা চ্যাটার্জ্জী

6 September 2013 at 22:01
 
এই মাত্র উড়ে এল গোপন ইস্তাহার

ভারী হয়ে আসা বাতাসে বারুদ গন্ধ

#

মরু প্রান্তরে সাজানো পাথুরে গৃহস্থলী

ভাঁজ করে রাখা রাতের নিঝুমে

হঠাৎ ক্ষুরের শব্দ;

দূরে সারেঙ্গীর সুরের সাথে

গোপন অপরাধ সঞ্চিত করে

ছড়াচ্ছে রাতের টহল

চোখে চোখে গোপন ইশারা;

#

ব্রাত্য সম্পর্কের জানলায়

সতর্ক এক সুর্মা চোখ

খোঁজে শব্দের উৎস

#

হঠাৎ

ছুটে আসা কুড়িটি জ্বলন্ত শব্দে

একান্ন টুকরোয় ছড়িয়ে গেলও

বাংলার অগ্নি কন্যা ...
 #

(শাশ্বত বন্দোপাধ্যায়ের লেখার শেষ কটি লাইন ওর অনুমতি নিয়ে জুড়ে দেবার লোভ সামলাতে পারলাম না ...)
কিছুতেই পোড়া থামে না যে তার – টগ্‌বগ্‌ টগ্‌বগ্‌
কিছুতে আগুন নেভে না এমন আকাশপাতাল চিতা
চুপ। কানো পাতো, শোনো –
ওইযে আগুন শিখেছে আজকে
জ্বলে ওঠবার নতুন আওয়াজ – সুস্মিতা সুস্মিতা ... 

রবিবার, ২৫ আগস্ট, ২০১৩

চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে / ত্রিভুবনজিৎ মুখার্জী /



চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে (অক্টেভের গান)

চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে

তোমায় দেখে আমি মনের জানলা খুলে

পূর্ণিমাতে তুমি জেন অপরূপ লাগো 

আমার প্রেয়সী বলে তুমি ভাল লাগো.............. (১)  


একমুঠো আকাশে ভরা জ্যোৎস্না দিলে 

অবাক হয়ে দেখি তোমায় সব ভুলে 

রাত্রির অন্ধকার যেন যাতনা ভরা 

ভুলে আছি আমি দেখে জোছনা ভরা ................(২)  


তারা ভরা আকাশে মেঘ ছিল বেশ  

আমার কথাটা-তো হয়নিক শেষ 

চাঁদের আলো এলো আমার দ্বারে  

মনের জানালা খুলে এলো মোর ঘরে ........(৩) 


চাঁদ তুমি কেন এতো সুন্দর হলে

তোমায় দেখে আমি মনের জানলা খুলে 

পূর্ণিমাতে তুমি জেন অপরূপ লাগো  


ত্রিভুবনজিৎ মুখার্জী ।/২৫.০৮.২০১৩

শনিবার, ১০ আগস্ট, ২০১৩

বৃষ্টি ভেজা আকাশ দেখে ভাবি.. /ত্রিভুবনজিৎ/১০.০৮.২০১৩।






বৃষ্টি ভেজা আকাশ দেখে ভাবি..
আমার আঁকা , তোমার ছবি..
রং তুলির টানে সুন্দর তুমি,
মুগ্ধ করেছো আমাকে তুমি ,
হৃদয়ের মাঝে আছো যে তুমি ,
তোমার রুপে যে মুগ্ধ আমি ।
চিত্ত হরিণী মনমোহিনী...
চঞ্চলা তুমি হৃদয় হরিণী ।
মেঘের ক্যাপ্সেনে দেখি যে তোমায়
রুপের ছটা যে তাক্ লাগায়
বসেছি একাকী বরষা রাতে
মনে হয় যেন তুমি সাথে
দিবস রজনী যায় যে বয়ে
স্মৃতি গুলো সব রেখেছি গুছিয়ে ।
আলো আঁধারের লুকোচুরি খেলা
মনে পডে সেই প্রেমের খেলা ।
আজ আমি যে বড়ই ক্লান্ত
স্মৃতি গুলো করে মন বিভ্রান্ত।
তাই বসে আছি একলা আমি
পথ চেয়ে রই তোমার, আমি।

ত্রিভুবনজিৎ/১০.০৮.২০১৩।

বুধবার, ৭ আগস্ট, ২০১৩

রবীন্দ্রনাথের মৃত্যুচেতনা / শ্রী গুপ্ত


রবীন্দ্রনাথের মৃত্যুচেতনা
"আছে দুঃখ আছে মৃত্যু, বিরহবেদন লাগে! তবুও শান্তি, তবু আনন্দ, তবু অনন্ত জাগে!!"

               বাইশে শ্রাবণ! শুধু একটা দিন নয়! নয় অঝর শ্রাবণের বর্ষণ মুখরিত হৃদয় মন্থন শুধু! বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখের পূর্ণ বৃত্তায়ন! এক ইন্দ্রপতনের স্মৃতিবিজরিত মহাকাব্য! বাংলার ইতিহাসের এক স্থিরবিন্দু সম ঐতিহাসিক সমাপতন! চলে গেলেন বিশ্ববন্দিত কবি রবীন্দ্রনাথ! চলেই কি গেলেন? নাকি শাশ্বত মহাসত্যের মত চিরন্তন হলেন! জল বাতাস সবুজ মাটি আর নীল আকাশের মত দিগন্ত বিস্তৃত সত্য হয়ে উঠলেন! "তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি!" ঠিক তাই, বঙ্গজীবনের পরতে পরতে তিনি রবীন্দ্রনাথ, আনন্দ অনন্ত জাগ্রত পূর্ণ সত্ত্বা! "তমসো মা জ্যোতির্গমোঃময়!"
"জীবন আর মরণ তো একই সত্ত্বার দুই দিক- চৈতন্যে ঘুম আর জাগরণ যেমন!" বলেছিলেন কবি বাসন্তী দেবীকে; ১৫ই কার্ত্তিক ১৩৩৮-এ লেখা একটি পত্রে! কবির প্রজ্ঞায় ধরা পড়েছিল মৃত্যু কিন্তু বিলুপ্তি নয়! নয় মহাশূন্য! কবি অনুভব করেছিলেন, মৃত্যুর মধ্যে দিয়েই জীবনের পরিপূর্ণ মুক্তি! সম্পূর্ণ প্রকাশ! পুরানো যা কিছু, তাকে নূতনের জন্য জায়গা করে দিয়ে যেতে হবে! মৃত্যুর সেই দূয়ারেই জীবনের মহাযজ্ঞ! আর মৃত্যুর মধ্যে দিয়েই পরিণতির মাত্রায় প্রকাশিত হয় জীবন, তার পূর্ণতায়! সেই পরিপূর্ণতারই এক মহাকাব্যিক ক্ষণ বাইশে শ্রাবণ! রবীন্দ্রনাথের মহাপ্রয়াণ! বঙ্গ সংস্কৃতির ধ্রুপদী লগ্ন! বাংলার  ইতিহাসে এক যুগান্তরের সূচনা!

বাইশে শ্রাবণ তাই, শুধু মাত্র কবির মৃত্যুর দিন নয়! বাইশে শ্রাবণ ব্যক্তিত্বের সীমানা ছাড়িয়ে অসীম নৈর্ব্যক্তিক অনন্তে কবির সত্য হয়ে ওঠার দিনও বটে! রবীন্দ্রনাথকে সম্যক উপলব্ধি করতে হলে তাঁর এই সত্যমূল্যেই করতে হবে তাঁকে অনুভব! মৃত্যুকে বিলুপ্তির হাহাকারের সীমানায় যে দেখা, যে দেখার মধ্যে দিয়ে আপামর মানুষ কালের পথরেখা ধরে শোকে কাতর হয়ে বিলাপ করে চলে; রবীন্দ্রনাথেই বলে গেছেন, সে দেখা খণ্ডিত দেখা! তা অসম্পূর্ণ! তাই তা পূর্ণ সত্য নয়! শোক আমাদের গতি রোধ করে দাঁড়িয়ে থাকে! মুছে যেতে থাকে সামনের পথরেখা! জীবনের প্রবাহমানতা বিঘ্নিত হয়, শোকের আতিশয্যে বিহ্বল হয়ে আমরা মৃত্যুকে তার সত্যমূল্যে অনুভব করি না!

জীবনকে তার সত্যমূল্যে অনুভব করতে হলে মৃত্যুর প্রেক্ষিতে তাকে অনুধাবন করা প্রয়োজন! আত্মজীবনীর পরতে পরতে সে কথা উপলব্ধি করেছিলেন কবি তাঁর দীর্ঘ জীবনের অভিজ্ঞতায়! তিরিশের দশকের অন্যতম প্রধান কবি সদ্য তরুণ অমিয় চক্রবর্তীকে লিখলেন, "....আমি ক্রমে বুঝতে পারলুম জীবনকে মৃত্যুর জানলার ভিতর দিয়ে না দেখলে তাকে সত্যরূপে দেখা যায় না! মৃত্যুর আকাশে জীবনের যে বিরাট মুক্তরূপ প্রকাশ পায় প্রথমে তা বড় দুঃসহ! কিন্তু তার পরে তার ঔদার্য্য মনকে আনন্দ দিতে থাকে! তখন ব্যক্তিগত জীবনের সুখদুঃখ অনন্ত সৃষ্টির ক্ষেত্রে হাল্কা হয়ে দেখা দেয়!" (৮ই আষার ১৩২৪) এখানেই রবীন্দ্র চেতনার অনন্যতা!

               রবীন্দ্রনাথের জীবনে মৃত্যুর সাথে প্রথম দেখা হয় জননী সারদা দেবীর মৃত্যুতে! কবির বয়স তখন তেরো! সারদা দেবীর মৃত্যু হয় ২৭শে ফাল্গুন ১২৮১ (১০ই মার্চ ১৮৭৫)! কবির বৌদি প্রফুল্লময়ী দেবীর স্মৃতিচারণ থেকে জানা যায়, হাতের উপর লোহার সিন্দুকের ডালা পড়ায় আহত আঙ্গুল পরে বিষিয়ে যায়! এর থেকেই মৃত্যু হয় সারদা দেবীর! কবির শৈশব কালের এই মৃত্যু তাকে বিশেষ ভাবে অভিভুত করতে পারে নি! কারণ ঠাকুর পরিবারের সাংসারিক আবহাওয়ায় কবির শৈশবের অধিকাংশ সময়ই কেটেছিল গৃহভৃত্যদের পরিমণ্ডলে! তার উপর অষ্টমগর্ভের সন্তান হিসেবে মাতৃ সাহচর্য্য পাননি সেরকম! ফলে মাকে হঠাৎ হারানোর অভাবটা সেই শৈশবে অনুভব করেননি কবি!
 এই প্রসঙ্গে জীবনস্মৃতিতে লিখছেন রবীন্দ্রনাথ, "মার যখন মৃত্যু হয়, আমার বয়স তখন অল্প! অনেকদিন হইতে তিনি রোগে ভুগিতেছিলেন, কখন যে তাহার জীবনসংকট উপস্থিত হইয়াছিল তাহা জানিতেও পাই নাই! এতদিন পর্যন্ত যে ঘরে আমরা শুইতাম সেই ঘরেই স্বতন্ত্র শয্যায় মা শুইতেন! কিন্তু তাঁহার রোগের সময় একবার কিছুদিন তাঁহাকে বোটে করিয়া গঙ্গায় বেড়াইতে লইয়া যাওয়া হয়- তাহার পরে বাড়িতে ফিরিয়া তিনি অন্তঃপুরের তেতলার ঘরে থাকিতেন! যে রাত্রিতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতেছিলাম, তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন দাসী আমাদের ঘরে ছুটিয়া আসিয়া চীৎকার করিয়া কাঁদিয়া উঠিল, "ওরে তোদের কি সর্বনাশ হল রে!"
 "তখনই বউঠাকুরানী তাড়াতাড়ি তাহাকে ভর্ৎসনা করিয়া ঘর হইতে টানিয়া বাহির করিয়া লইয়া গেলেন পাছে গভীর রাত্রে আচমকা আমাদের মনে গুরুতর আঘাত লাগে এই আশঙ্কা তাহার ছিল! স্তিমিত প্রদীপে, অস্পষ্ট আলোকে ক্ষণকালের জন্য জাগিয়া উঠিয়া হঠাৎ বুকটা দমিয়া গেল, কিন্তু কী হইয়াছে ভালো করিয়া বুঝিতেই পারিলাম না! প্রভাতে উঠিয়া যখন মার মৃত্যু সংবাদ শুনিলাম তখনো সে কথাটার অর্থ ভালো করিয়া বুঝিতেই পারিলাম না! বাহিরের বারান্দায় আসিয়া দেখিলাম, তাহার সুসজ্জিত দেহ প্রাঙ্গণে খাটের উপরে শয়ান! কিন্তু, মৃত্যু যে ভয়ংকর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না; সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে-রূপ দেখিলাম তাহা সুখসুপ্তির মতোই প্রশান্ত ও মনোহর!"

               "জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না কেবল যখন তাঁহার দেহ বহন করিয়া বাড়ির সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে, এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাঁহার নিজের এই চিরজীবনের ঘরকরনার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না!"কবির মাতৃস্মৃতির এই বয়ানে একটা বিষয় পরিস্কার! তাঁহার মনস্তত্বের পরিসরে, বালক বয়সে মৃত্যুর সাথে এই প্রথম সাক্ষাৎকারের অনুভবটুকু বরাবরই ক্রিয়াশীল ছিল! প্রথম দেখা মৃত্যুর এই শান্ত সমাহিত রূপটিই তাঁর চেতনায় মৃত্যুর একটা স্থায়ী ছবি গড়ে তুলেছিল!

তবুও জীবনস্মৃতির এই পর্বেই বললেন কবি, শোককে ভুলবার শক্তি শৈশবেই প্রবল থাকে! শৈশব কোনো আঘাতকেই গভীরভাবে গ্রহণ করে না! "এইজন্য জীবনে প্রথম যে মৃত্যু কালো ছায়া ফেলিয়া প্রবেশ করিল তাহা আপনার কালিমাকে চিরন্তন না করিয়া ছায়ার মতোই একদিন নিঃশব্দপদে চলিয়া গেল!"
"কিন্তু আমার চব্বিশবছর বয়সের সময় মৃত্যুর সঙ্গে যে পরিচয় হইল তাহা স্থায়ী পরিচয়!" কবি বলছিলেন তাঁর প্রিয় বৌঠাকুরানী, জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী কাদম্বরী দেবীর মৃত্যুর কথা ! কাদম্বরী আত্মহত্যা করেন! তাঁর এই আকস্মিক মৃত্যু নাড়িয়ে দিয়ে গিয়েছিল ঠাকুরবাড়ি সহ রবীন্দ্রনাথকে! জীবনে এই প্রথম উপলব্ধি করলেন মৃত্যশোকের সুতীব্র যন্ত্রণা! প্রিয়জনের বিয়োগ ব্যথা!

               কবির জীবনে মৃত্যুর এই প্রথম সুতীব্র অভিঘাত তাঁর সমগ্র সত্ত্বায় গভীর অনুরণন তুলে দিল! আকাশভরা সূর্য তারার এই যে পার্থিব জীবন, সেখানে বাকি সবকিছুই যেখানে আপন ছন্দে গতিশীল, সেখানে, জীবনের প্রিয় মানুষটিকে মৃত্যু এসে ছিনিয়ে নিয়ে যাওয়ার আকস্মিক যে ছন্দপতন- সেই আঘাত; জীবনের একটা দিক যখন পুরো শূন্য করে দিয়ে যায়, সেই শোকের হাহাকারের সাথে পরিপার্শ্বের ছন্দময় চলমান জীবনের মাধুর্য্যকে মেলানো যে কি কঠিন সাধনা, সে কথা কাদম্বরীর আত্মহত্যায় প্রথম উপলব্ধি করলেন কবি শ্রেষ্ঠ রবীন্দ্রনাথ! প্রিয়জন বিয়োগের এই শূন্যতাকে মনের গভীরে মেনে নিয়ে জীবনের চলমান ছন্দে সামঞ্জস্য বিধান করা তো সহজ কথা নয়!

               শোকের এই নিবিড় অন্ধকারে মন যেমন ডুবে যায়, ঠিক তেমনই জীবাত্মার অন্তর স্বরূপ এই হাহাকারের বেড়া কেটে আলোকিত জীবন প্রবাহের মধ্যে মুক্তি পেতে চায়! কিন্তু সেই মুক্তি পাবার পথ সাধারণ ভাবে জানা থাকে না বলেই আমরা শোকে বিহ্বল হয়ে পড়ি! আর তার ফলেই জীবন মৃত্যুর যুগল ছন্দের সঙ্গতের তালটুকু নিজেদের শোকগ্রস্ত পরিসরে ধরতে ব্যর্থ হই! কিন্তু তিনি রবীন্দ্রনাথ! কাদম্বরীর মৃত্যুই তাঁকে পথ দেখিয়ে দিল! অনুভব করলেন মানুষ "নিশ্চল সত্যের পাথরে গাঁথা দেওয়ালের মধ্যে চিরদিনের কয়েদি" নয়! উপলব্ধি করলেন "শোকের এই শূন্যতাকে মানুষ কোনোমতেই অন্তরের সঙ্গে বিশ্বাস করিতে পারে না! যাহা নাই তাহাই মিথ্যা, যাহা মিথ্যা তাহা নাই!"

               তাই, "যাহাকে ধরিয়াছিলাম তাহাকে ছাড়িতেই হইল, এইটিকে ক্ষতির দিক দিয়া দেখিয়া যেমন বেদনা পাইলাম তেমনি সেইক্ষণেই ইহাকে মুক্তির দিক দিয়া দেখিয়া একটি উদার শান্তি বোধ করিলাম! সংসারের বিশ্বব্যাপী অতি বিপুল ভার জীবনমৃত্যুর হরণপুরণে আপনাকে আপনি সহজেই নিয়মিত করিয়া চারি দিকে কেবলই প্রবাহিত হইয়া চলিয়াছে, সে ভার বদ্ধ হইয়া কাহাকেও কোনোখানে চাপিয়া রাখিয়া দিবে না, একেশ্বর জীবনের দৌরাত্ম্য কাহাকেও বহন করিতে হইবে না, এই কথাটা একটা আশ্চর্য নূতন সত্যের মতো আমি সেদিন যেন প্রথম উপলব্ধি করিয়াছিলাম!" লিখেছিলেন কবি জীবনস্মৃতির পাতায়! এই ভাবে প্রিয়জনের মৃত্যুর মধ্যে দিয়েই ঐকান্তিক জীবনের রহস্য উপলব্ধি করলেন রবীন্দ্রনাথ!

               অতি প্রিয়জনের বিয়োগ ব্যাথায় আমরা এতটাই বিহ্বল হয়ে থাকি বলেই নিজেদের জীবনের সীমানায় মৃত্যুর সৌন্দর্যটুকৄ অনুভব করতে পারি না! মৃত্যুর অন্ধকারই যে জীবনকে নিরন্তর আলোকিত করে রাখে, অনুধাবন করতে পারি না সেই সত্যও! টের পাই না, মৃত্যু এসেই প্রিয়জনকে আরও নিবিড়ভাবে অনুভবের-  মূল্যবান পরিসরটুকু প্রস্তুত করে দিয়ে যায়! কিন্তু সময়ের সাথে শোকের তীব্র দাহ প্রশমিত হয়ে এলে, পিছন ফিরে যতই স্মৃতিচারণ করি, ততই কিন্তু মৃত্যুর সেই অনিবার্য যন্ত্রণার মুহূর্ত্ত ছাপিয়ে জীবনের স্মৃতিবিজরিত অম্লান মুহূর্ত্তগুলির সুখস্মৃতিতেই সবাই মগ্ন হই, সুখানুভূতির স্পর্শে! এখানেই তো মৃত্যুর সৌন্দর্য! মৃত্যু তাই কেবলই জীবনের রঙ ফোটায়!
 রবীন্দ্রনাথের প্রিয়, "ছুটি"র মৃত্যু হল ৭ই অগ্রহায়ণ, ১৩০৯ (২৩শে নভেম্বর, ১৯০২)! মৃত্যুকালে মৃণালিনী দেবীর বয়স হয়েছিল ঊনত্রিশ বছর! কবির তখন চল্লিশ! সমাপ্তি ঘটল মাত্র ১৯ বছরের দাম্পত্যপর্বের! সম্ভবত এপেণ্ডিসাইটিস হয়েছিল তাঁর! ঘটেছিল চিকিৎসাবিভ্রাট! এলোপ্যাথি ও হোমিওপ্যাথির যুগপৎ প্রয়োগে কোনটিই ফলপ্রসু হয়নি! পুত্র রথীন্দ্রনাথ স্মৃতিচারণ করেছেন, "মৃত্যুর আগের দিন বাবা আমাকে মায়ের ঘরে নিয়ে গিয়ে শয্যাপার্শ্বে তাঁর কাছে বসতে বললেন! তখন তাঁর বাকরোধ হয়েছে! আমাকে দেখে চোখ দিয়ে কেবল নীরবে অশ্রুধারা বইতে লাগল!" শান্তিনিকেতন গড়ে তোলার প্রথম পর্বেই কবি হারালেন তাঁর অন্যতম সহযোগীকে! শুরু হল আবার তার একলা চলা!

               কবির জীবনে স্ত্রীর মৃত্যুও বিশেষ অভিঘাত ফেলে যায়! তার পরিচয় রয়ে গেছে স্মরণ কাব্যগ্রন্থের ছত্রে ছত্রে! রয়ে গিয়েছে সমকালীন অনেক গানের কলিতে! স্মরণ গ্রন্থে লিখছেন-
"
আজিকে তুমি ঘুমাও, আমি জাগিয়া রব দুয়ারে- রাখিব জ্বালি আলো!
তুমি তো ভালো বেসেছ, আজি একাকী শুধু আমারে বাসিতে হবে ভালো!"

               মৃত্যুর মধ্যে যে শোক, সেই শোকের শত যন্ত্রণা ছাপিয়েও এই যে ঐকান্তিক প্রেম; এই প্রেমের শক্তিই আমাদের সংলগ্ন রাখে জীবনের প্রবাহমানতার সাথে! কবি তাই মৃত্যুর মধ্যে বিচ্ছিন্নতাকে স্বীকার করেননি! মৃত্যুও প্রবাহমান জীবনের প্রধানতম অনুষঙ্গ! এই বোধ জাগ্রত থাকলে, শোক আমাদের পরাজিত করতে পারে না, বরং উত্তীর্ণ করে জীবনের পূর্ণতায়!

               এক বছরের মধ্যে হারালেন মেজ মেয়ে রেণুকাকে! ২৮শে ভাদ্র, ১৩১০ (১৪ই সেপ্টেম্বর, ১৯০৩) বেশ কিছুদিন যক্ষায় ভুগতে থাকা কন্যাকে আসন্ন মৃত্যুর জন্য প্রস্তুত করছিলেন! স্মৃতিচারণে লিখছেন কনিষ্ঠা কন্যা মীরা দেবী, "বাবা রোজ সকালবেলায় ওঁকে বারান্দার এককোণে বসে উপনিষদ থেকে মন্ত্র পাঠ করে তার মানে বুঝিয়ে দিতেন! এমনি করে তাঁর মনকে সংসারের বন্ধন থেকে মুক্তিলাভ করবার পথে অনেকটা এগিয়ে দিয়েছিলেন যাতে ছেড়ে যেতে বেশি কষ্ট না পান! এই সময় বাবা যেন রাণীদিকে বেশি কাছে টেনে নিয়েছিলেন!" মৃত্যুশয্যায় রেণুকা কবির হাত ধরে আব্দার করেছিলেন, "বাবা ওঁ পিতা নোহাসি বলো!" অথচ কন্যার জীবন রক্ষার জন্যে কি না করেছিলেন কবি!

 কিন্তু মৃত্যু যখন অনিবার্য তখন তাকে শান্ত চিত্তে বরণ করে নিতে হয়! প্রাণের কষ্ট যখন মৃত্যুর মধ্যে দিয়ে পরিত্রাণের পথ খোঁজে, তখন তার পথরোধ করে দাঁড়িয়ে জীবনকে অসম্মান করতে নেই! শোকের হাহাকারকে কোলাহলে মুখর না করে, মৃত্যুর আবহে জীবনের অপরিমেয় মূল্যকে অনুভব করা দরকার! এই শিক্ষা রবীন্দ্রনাথ তাঁর নিজের জীবনের দুরন্ত শোকাবহ সুতীব্র অভিজ্ঞতার মধ্যে দিয়েই অর্জন করেন! প্রিয়জনের মৃত্যুশোক তাঁকে থামিয়ে দেয়নি! এগিয়ে দিয়েছে সৃজনশীলতার নতুন নতুন পল্লবিত শাখা প্রশাখার শাশ্বত পরিমণ্ডলে! এখানেই রবীন্দ্রনাথের অনন্যতা! মৃত্যুকে তিনি জীবনের চিরন্তন ছন্দের শাশ্বত তাল বলে উপলব্ধি করলেন শোকোত্তীর্ণ শান্তির মধ্যেই!

               রেনুকার মৃত্যুর দেড় বছরের মধ্যে কবি হারালেন তাঁর জীবনের দীক্ষাগুরু, পিতা দেবেন্দ্রনাথকে! মহর্ষির মৃত্যু হয় ৬ই মাঘ,১৩১১ (১৯শে জানুয়ারী ১৯০৫)! বয়সের ভারে দেহ রাখলেন তিনি ৮৯তম বছরে! কবির জীবনে এইপ্রথম মৃত্যুশোক এল সময়ের স্বাভাবিক গতিতে! অকাস্মাৎ অনাহূতর মতো নয়! মহর্ষির মৃত্যুর সাথে শেষ হল একটা শতাব্দী! কবি সাঁকো হয়ে রইলেন দুই শতাব্দীকে ধারণ করে! পিতার হাত ধরেই সংস্পর্শে এসেছিলেন উপনিষদের! বেদান্ত দর্শনের অন্তরেই ব্যক্তি জীবনের সাথে বিশ্বছন্দের সম্পর্ক সূত্রটিকে প্রথম অনুধাবন করেন কবি! আর এই বিষয়ে মহর্ষিই ছিলেন তাঁর প্রথম সহায়ক! ফলে পিতার মৃত্যুকে শোকের হাহাকারে নয়, জীবনের বড়ো ক্ষেত্রেই বরণ করলেন!

 "যে রাত্রে শমী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিলুম বিরাট বিশ্বসত্তার মধ্যে তার অবাধ গতি হোক! আমার শোক তাকে একটুও যেন পিছনে না টানে, ......শমী যে রাত্রে গেল তার পরের রাত্রে রেলে আসতে আসতে দেখলুম জ্যোৎস্নায় (রাস পূর্ণিমা) আকাশ ভেসে যাচ্ছে, কোথাও কিছু কম পড়েচে তার লক্ষণ নেই! মন বললে কম পড়েনি - সমস্তর মধ্যেই সবই রয়ে গেছে, আমিও আছি তার মধ্যে! সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল! যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে...যা ঘটেচে তাকে যেন সহজে স্বীকার করি, যা কিছু রয়ে গেল তাকেও যেন সম্পূর্ণ সহজ মনে স্বীকার করতে ত্রুটি না ঘটে!"
 সদ্য সন্তান হারা কন্যা মীরাদেবীকে লেখা পত্রে (১২ই ভাদ্র, ১৩১৪) সান্ত্বনা দিয়ে কথাগুলি বলছিলেন কবি! কনিষ্ঠ পুত্র শমীন্দ্রনাথ মারা যান ৭ই অগ্রহায়ণ, ১৩১৪ (২৩শে নভেম্বর ১৯০৭) সম্পূর্ণ আকস্মিক ভাবে; মুঙ্গেরে বন্ধুর মামাবাড়ি বেড়াতে গিয়ে কলেরায় অকাল প্রয়াণ হয় শমীন্দ্রনাথের, মাত্র বারো বছর বয়সে! আদর করে কবি যাকে শমী ঠাকুর বলে ডাকতেন! কবি বুঝতে পেরেছিলেন তাঁর এই সন্তানটি তাঁর মতোই প্রতিভা নিয়ে জন্মেছে! তাই শমীকে হারানোর ব্যাথা গভীর ভাবেই বেজে ছিল তাঁর প্রাণে! কিন্তু ব্যক্তিগত সেই শোককেও বিশ্বসত্যের ছন্দের সাথে এই ভাবে মেলাতে পেরেছিলেন বলেই তিনি রবীন্দ্রনাথ! দুঃখ শোকের মধ্যেও যিনি বিশ্বপথিক !

               শান্তিনিকেতন থেকে, ১৪ই শ্রাবণ ১৩২৫  শ্রীমতি রাণু অধিকারীকে লিখছেন কবি, "আমার খুব দুঃখের সময়েই তুমি আমার কাছে এসেছিলে; আমার যে মেয়েটি সংসার থেকে চলে গেছে সে আমার বড়ো মেয়ে, শিশুকালে তাকে নিজের হাতে মানুষ করেছি, তার মত সুন্দর দেখতে মেয়ে পৃথিবীতে খুব অল্প দেখা যায়! কিন্তু সে যে মুহূর্ত্তে আমার কাছে বিদায় নিয়ে চলে গেল সেই মুহূর্ত্তেই তুমি আমার কাছে এলে- আমার মনে হল যেন এক স্নেহের আলো নেবার সময় আর এক স্নেহের আলো জ্বালিয়ে দিয়ে গেল! আমার কেবল নয়, সেদিন যে তোমাকে আমার ঘরে আমার কোলের কাছে দেখেছে তারই ঐ কথা মনে হয়েছে! তাকে আমরা বেলা বলে ডাকতুম!" বেলা অর্থাৎ মাধুরীলতার মৃত্যু হয় ২ জৈষ্ঠ ১৩২৫ (১৬-৫-১৯১৮)!
কিন্তু দুঃখ শোকে কাতর হয়ে বিহ্বল হলে তো চলবে না কবির! ঐ পত্রেই রাণুকে জানাচ্ছেন, "কেননা আমার উপরে যে কাজের ভার আছে; তাই আমাকে দুঃখ ভোগ করে দুঃখের উপরে উঠতেই হবে! নিজের শোকের মধ্যে বদ্ধ হয়ে এক মুহূর্ত্ত বৃথা কাটাবার হুকুম নেই আমার!" এরও আগে  শমীর মৃত্যুর পরপরই ৮ই জানুয়ারী ১৯০৮ বন্ধু জগদীশচন্দ্রকে লিখছেন,"আমাদের চারিদিকেই এত দুঃখ এত অভাব এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই বিশেষরূপে দুর্ভাগা কল্পনা করিয়া পড়িয়া থাকিতে আমার লজ্জা বোধ হয়!" এই ভাবে বৃহত্তর সমাজের দুর্দশার প্রেক্ষিতে ব্যক্তিগত শোকের উর্দ্ধে উঠে সামাজিক কর্মে ও তাঁর সৃজনশীলতায় নিজেকে সক্রিয় ও ফলবান রেখেছিলেন!

               দুঃখ শোকের খুঁটিতে বাঁধা না পড়ে, দুঃখ যন্ত্রণার মধ্যে থেকে জীবনের অনন্ত প্রবাহে নিজেদেরকে উৎসারিত করবার মন্ত্র দিয়ে গেলেন কবি- নিজের জীবনের দৃষ্টান্তের মধ্যে দিয়েই! শোককে দেখলেন বন্ধনমুক্তির উপায় হিসেবে! বিচ্ছেদকে করলেন বৃহৎ মিলনের পথের দিশারী! এই ভাবে ক্ষুদ্র আমির মোহ আবরণ কেটে বৃহৎ মানবিক আমিতে পৌঁছাতে মৃত্যুরও যে একটা সদর্থক ভূমিকা থাকতে পারে, সে সত্যই প্রমাণ করে গেলেন কবি, তাঁর ব্যক্তি জীবনের মৃত্যুশোকের বলয়ে! তাই মৃত্যু মানেই বিলুপ্তি নয়! নয় শূন্যতা! নয় রিক্ততা! মৃত্যুই জীবনকে পূর্ণতা প্রদান করে! তাই জন্ম মৃত্যুর মধ্যে জীবনের মূল অভিপ্রায়, তাঁর মতে- অনন্ত আনন্দরূপম!
আলোচনা শেষ করব একটি পত্র দিয়ে, শান্তিনিকেতন থেকে Mrs George Engel কে লিখছেন কবি, "I have some experience of death myself and I have come to realise that being inevitable it must have as great a meaning as life itself. The suffering which it causes is owing to a sudden interruption in our faith in life's reality; but we must know that every moment that passe carries the footstep of death which walks hand in hand with life as its ceaseless compenion. Life; only in its inseparable unity with death; is complete in its reality."

আছে দুঃখ, আছে মৃত্যু,
বিরহদহন লাগে!
তবুও শান্তি, তবু আনন্দ,
তবু অনন্ত জাগে!!
তবু প্রাণ নিত্যধারা,
হাসে সূর্য চন্দ্র তারা,
বসন্ত নিকুঞ্জে আসে
বিচিত্র রাগে!
তরঙ্গ মিলায় যায়
তরঙ্গ উঠে,
কুসুম ঝরিয়া পড়ে
কুসুম ফুটে!
নাহি ক্ষয়, নাহি শেষ,
নাহি নাহি দৈন্যলেশ---
সেই পূর্ণতার পায়ে
মন স্থান মাগে!