বৃহস্পতিবার, ১৩ জুন, ২০১৩

দুকুল ঝেঁপে বৃষ্টি এলো / অনিন্দিতা সাধু খাঁ / ১৩.০৬.২০১৩ / /




দুকুল ঝেঁপে বৃষ্টি এলো ভিজতে থাকে মন
জলের কনার আলতো আদরে শরির সমর্পন
ছেলেবেলার ভিজতে থাকা হারানো শৈশব
পরিনত মনের মাঝে উঁকি মারে সেই সব
জোল হাওয়ার থান্ডা বাতাসে বদ্ধ আমার ঘর
শেওলা জমা পাঁচিলেতে ঝরে সে নিরন্তর
মেঘের পালে ভাসবো আমি, বৃষ্টি হয়ে ঝরবো
বান্ধু তুই পাসেই থাকিস,আজ তোকেও ভেজাবো।



অনিন্দিতা সাধু খাঁ / ১৩.০৬.২০১৩ /

1 টি মন্তব্য: